ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পেঁয়াজ বেশি দামে বিক্রি করলে আইনের আওতায় আনা হবে : ডিবি হারুন

পেঁয়াজ বেশি দামে বিক্রি করলে আইনের আওতায় আনা হবে : ডিবি হারুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, যারা পেঁয়াজ মজুদ করে বেশি দামে বিক্রি করছে তাদের আইনের আওতায় আনা হবে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কালোবাজারি, মজুতদার ও বেশি দামে বিক্রিকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

ডিবি প্রধানন জানান, শুক্রবার ভারত রফতানি বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার।

ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাজধানীর চকবাজার ও শ্যামবাজার এলাকায় ডিবির সদস্যরা অভিযান চালাচ্ছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

৮ ডিসেম্বর পেঁয়াজ রফতানি আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধের আদেশ জারি করে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)। খবরটি ছড়িয়ে পড়লে শুক্রবার রাতেই দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে যায়। পরদিন সকাল থেকে আরও বাড়তে থাকে পেঁয়াজের দাম। হঠাৎ করে এই দাম বাড়ার পেছনে বাজারের একদল নিয়ন্ত্রণকারী বা সিন্ডিকেট কাজ করছে বলে জানা গেছে।

পেঁয়াজ,আইন,বিক্রি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত