ঘন কুয়াশায় বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১০:২৭ | অনলাইন সংস্করণ

ঘন কুয়াশার কারণে রংপুরের কাউনিয়ায় লাইন চেঞ্জিংয়ের সময় একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাউনিয়া-তিস্তা-কুড়িগ্রাম-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কাউনিয়ার তিস্তা রেলসেতুর কাছে লাইনচ্যুতের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার মোবারক হোসেন।

স্থানীয় ও রেল স্টেশন মাস্টার সূত্রে জানা যায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২০ ডাউন বগুড়া কমিউটার লোকো ট্রেনটি কাউনিয়া পূর্বে কেবিন (তিস্তা পার হয়ে) পৌঁছায়। পরে সকাল ৭টার একটু আাগে কাউনিয়া স্টেশনে লাইন চেঞ্জিং এর সময় চেঞ্জিং পয়েন্ট কুয়াশার কারণে ভালোভাবে দেখা না যাওয়ায় লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

এসময় তিনটা লাইনই ছিড়ে সামনের ইঞ্জিন বাকা হয়ে চাকাগুলো লাইন থেকে পড়ে যায়। এতে ইঞ্জিন ও পেছনের ২টি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।