ফের গুলিস্তান ফ্লাইওভারের নিচে বাসে আগুন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১৪:১০ | অনলাইন সংস্করণ

রাজধানীর গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে আরও একটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে আজ সকাল ১০টার দিকে গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।