দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৭ | অনলাইন সংস্করণ

ঘন কুয়াশার কারণে প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৫টার পর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সকাল ৬টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে দুই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল সাতটা ৪০ মিনিটের দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। এর ফলে ঘাট এলাকায় আটকে থাকা যানগুলো ছোট-বড় ১৪টি ফেরিতে পার হচ্ছে।