‘ভিডিও কনফারেন্স করে ট্রেনে আগুন দেওয়ার পরিকল্পনা করেন বিএনপি নেতারা’

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১৫:০২ | অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের আগে কয়েকজন বিএনপি নেতা ভিডিও কনফারেন্স করে ট্রেনে আগুন দেওয়ার পরিকল্পনা করেন। ট্রেনে আগুন লাগার আগে বিএনপির ১০/১১ জন ভিডিও কনফারেন্স করেন। সেখানে তারা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু পরিকল্পনা করেন।

শনিবার (৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন হারুন অর রশীদ।

তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে ডিবি হারুন জানান, গ্রেফতারকৃতরা সরাসরি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ছিল। আমরা যাদেরকে গ্রেফতার করেছি তারা বিভিন্ন সময়ে বাংলামোটর, মতিঝিল এবং বিভিন্ন এলাকায় বাসে আগুন দিয়েছিল। এমন তিনজনকে লালবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের তথ্যমতে, যাত্রাবাড়ী এলাকায় ট্রেনে আগুন দেওয়ার পরিকল্পনার বিষয়ে জানা যায়। সেখানে আগুন দেওয়ার পরিকল্পনাকারীদের অন্যতম ছিলেন যাত্রাবাড়ী এলাকার বিএনপি নেতা গাজী মনসুর। তারা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়। সেই ভিডিও মনসুর গাজীর মোবাইলে রয়েছে।

অগ্নিকাণ্ডের  এ ঘটনায় অভিযান চালিয়ে বিএনপি ছয় নেতাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতদের সম্পর্কে বিস্তারিত জানাতে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন ডাকেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে ঢাকার গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। এছাড়া দগ্ধ হয়েছেন আরও আটজন।