নিরাপত্তাহীনতায় ছাড়ছে না অর্ধশতাধিক ট্রেন

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১৮:০৫ | অনলাইন সংস্করণ

রেলপথে নাশকতার ঝুঁকি থাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অর্ধশত ট্রেন চলাচল স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী দুই দিন (৬ ও ৭ জানুয়ারি) পূর্বাঞ্চলের ৪২টি ট্রেন (লোকাল, মেইল ও কমিউটার) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার বিকালে কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, এখন পর্যন্ত ঢাকা থেকে চলাচলকারী ৪২টি ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলের ১১টি ট্রেনের মধ্যে বেনাপোল এক্সপ্রেস বন্ধ থাকবে ৬, ৭ ও ৮ জানুয়ারি। বাকি ট্রেনগুলো আজ ও আগামীকাল বন্ধ থাকবে।

এর আগে গতকাল (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন নারী ও শিশুসহ চারজন। দগ্ধ আরও আটজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। আগুনে দগ্ধ হওয়া ব্যক্তিদেরকে ডিএনএ ছাড়া শনাক্ত করা সম্ভব হচ্ছে না। 

এদিকে ট্রেনে আগুন লাগার বিষয়টি আপাত দৃষ্টিতে একটা নাশকতামূলক কার্যক্রম বলে মনে হচ্ছে। ঘটনা তদন্তের জন্য ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।