ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নিজের ভোট দিলেন প্রধানমন্ত্রী

নিজের ভোট দিলেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার পর পরই সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীর কন্যা, বঙ্গবন্ধুর দৌহিত্রী ড. সায়মা ওয়াজেদ ও বঙ্গবন্ধুর দৌহিত্র, সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

ভোট দেওয়ার পর শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারবো।

ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে পড়েছে ঢাকা সিটি কলেজ কেন্দ্র। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ।

উল্লেখ্য, ১৯৮৬ সাল থেকে শেখ হাসিনা দেশের অন্য যেকোনো আসনের পাশাপাশি গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া) আসনেও প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে প্রার্থী হতে হলে সেখানকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা নেই, দেশের যেকোনো আসনে ভোটার হলেই চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার ভোটার হওয়ায় তিনি এবারও ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সংসদ নির্বাচনের ভোট দেন।

ভোট,প্রধানমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত