ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ভোট দিলেন সিইসি

ভোট দিলেন সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন তিনি।

এ সময় সাংবাদিকদের তিনি জানান, কোন কেন্দ্রে কেমন ভোটার উপস্থিতি হয়েছে বা হচ্ছে আমি জানিনা। আমি এসেছি, আমার ভোটটা দিয়ে গেছি। আমার কাজটা হচ্ছে ভোট আয়োজন করা। সেটা করেছি। কে ভোট দিতে আসবেন কি আসবেন না; সহিংসতা হবে কি হবে না সেটা দেখা ইসির কাজ নয়।

এর আগে রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে প্রথম ভোটার হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় এ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন তিনি।

এর আগে রোববার (৭ ডিসেম্বর) সকাল ৮টায় দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

ভোট,সিইসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত