গণপরিবহনশূন্য রাজধানীতে ভোটের সকাল

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:০১ | অনলাইন সংস্করণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকালে। কিন্তু ভোটের দিন সকালে রাজধানীতে গণপরিবহনশূন্য দেখা গেছে। ফলে নাগরিকদের হেঁটে বা রিকশায় চড়ে যাতায়াত করতে হচ্ছে। যে কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর মগবাজার, বাংলামোটর, কারওয়ান বাজার, পান্থপথ, কলাবাগান, সায়েন্স ল্যাবরেটরি মোড়, শাহবাগ, কাকরাইল ও শান্তিনগর ঘুরে সড়কে বাস না থাকার বিষয়টি চোখে পড়ে।

রাজধানীর সড়ক ঘুরে দেখা যায়, রাস্তায় শুধু যানবাহন বলতে রিকশা দেখা গেছে। অনেকেই পায়ে হেঁটে চলাচল করছেন। কেউ কেউ যানবাহনে হিসেবে সাইকেল ব্যবহার করছেন। এছাড়া দুই একটি সিএনজিও চোখে পড়েছে।  রাস্তায় কয়েকটি পুলিশের গাড়িও দেখা গেছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার জানিয়েছেন, ঢাকা সিটিতে চলাচলকারী ৯০ শতাংশ বাস নির্বাচন উপলক্ষ্যে রিকুইজিশন করে নিয়েছে। অনেক মালিক রিকুইজিশনের ভয়ে বাস বের করছেন না। তাছাড়া আন্তঃজেলা বাসও চলাচল করবে।