ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সারাদেশে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫ শতাংশ

সারাদেশে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫ শতাংশ

চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ১৮.৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খান।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, সকাল ৮ টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিভাগভিত্তিক ভোট পড়ার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই সময়ে ঢাকা বিভাগে ১৭ ভাগ, চট্টগ্রামে ২০ ভাগ, সিলেটে ১৮ ভাগ, বরিশালে ২২ ভাগ, খুলনায় ২১ ভাগ, রাজশাহীতে ১৭ ভাগ, ময়মনসিংহে ২০ ভাগ ভোট পড়েছে। সেই হিসেবে গড়ে ৮টি বিভাগে ১৮.৫০ শতাংশ ভোট পড়েছে।

তিনি আরও জানান, মুন্সীগঞ্জের নিহত হওয়ার ঘটনাটি ভোট কেন্দ্রের বাইরের ঘটনা। এটা ভোটের সঙ্গে সম্পৃক্ত নয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের জানিয়েছে। প্রকৃত ঘটনা আমরা তদন্তের পর বলতে পারবো।

ইসি কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের এখনও পর্যন্ত ৩৭ স্থানে অনিয়মের ঘটনা ঘটেছে । এ অনিয়মের ঘটনায় ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভোট,১৮.৫ শতাংশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত