প্রধানমন্ত্রীকে চীনা রাষ্ট্রদূতের বিজয়ী অভিনন্দন

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:১৩ | অনলাইন সংস্করণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টানা চতুর্থ বারের মতো নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চীনের অভিনন্দন বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত ওয়েন।

তিনি চীনা নেতাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় প্রধানমন্ত্রীকে চীনের তৈরি নৌকা উপহার দেন ইয়াও ওয়েন।

এসময় ইয়াও ওয়েন বলেন, উন্নয়ন ও পুনরুজ্জীবনের ক্ষেত্রে চীন এবং বাংলাদেশ উভয়ই একটি সংকটময় পর্যায়ে রয়েছে। উন্নয়ন ও আধুনিকায়নে চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার এবং নির্ভরযোগ্য বন্ধু হিসেবে পাশে ছিল।

গতকাল (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা ভোটগ্রহণ চলে। প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে ২২৩টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। আর স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৬২টি আসনে। আর অন্যান্য দল পেয়েছে তিনটি আসন।