ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মন্ত্রিসভার শপথগ্রহণ বৃহস্পতিবার সন্ধ্যায়

মন্ত্রিসভার শপথগ্রহণ বৃহস্পতিবার সন্ধ্যায়

আগামী ‍বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিন সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শপথ নেবে আওয়ামী লীগ মন্ত্রিসভা।

এর আগে সংসদ সচিবালয় সূত্রে যানা যায়, আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে।

সংসদ সচিবালয়ের এক ঊর্ধ্বতন কর্মকতা জানান, দ্বাদশ সংসদের নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রথমেই শিরীন শারমিন নিজে শপথ নেওয়ার পর এমপিদের শপথ পাঠ করাবেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন। ওই শপথ অনুষ্ঠানের পরই আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কারা স্থান পাবে আর কারা বাদ যাবে নতুন মন্ত্রিসভা থেকে, তাই নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে জল্পনা-কল্পনা। শোনা যাচ্ছে বিরোধী দলের আন্দোলন সহিংসতা মোকাবেলা করে সারাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সরকার গঠনের কথা ভাবছে আওয়ামী লীগ। তাই নির্বাচনের চারদিনের মাথায় নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা গঠন করছে দলটি।

মন্ত্রিসভা,শপথ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত