ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

তাপমাত্রা নামলো ৯ ডিগ্রিতে, কমতে পারে আরও

তাপমাত্রা নামলো ৯ ডিগ্রিতে, কমতে পারে আরও

দেশের বেশিরভাগ জেলায় প্রায় সারাদিনই সূর্যের দেখা মিলছে না সাথে ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় ঠাকুরগাঁওয়ের তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রির ঘরে। জবুথবু রাজধানীবাসীও।

সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যায় না। গতকাল সূর্যের দেখা মিলেছিলো শেষ বিকেলের দিকে। ফলে শীতের তীব্রতা এই এলাকায় একটু বেশিই রয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) ৭টায় ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এরই মধ্যে ক্ষতির মুখে পড়েছে ইরি-বোরোর বীজতলা।

শীতের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। ঠিকভাবে কাজ করতে না পারায় তাদের আয় উপার্জনে ব্যাঘাত ঘটছে। আবার একটু কাজ করতেই নাজেহাল হয়ে পড়ছেন।

এদিকে শীত ও ঘন কুয়াশা কৃষকদেরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঠে থাকা আলু ও টমেটো খেতে দেখা দিয়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। আবার বোরো চারাও ঠিকভাবে অঙ্কুরোদগম হচ্ছে না।

আবহাওয়া অধিপ্তদরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, ঘন কুয়াশার কারণে পর্যাপ্ত সূর্যের আলো না আসায় গত কিছুদিন ধরে দিনের তাপমাত্রা সারা দেশে গড়ে ৭ থেকে ৮ ডিগ্রি কম থাকছে। রাতের তাপমাত্রা তেমন কমছে না। দিন ও রাতের তাপমাত্রায় পার্থক্য কমে যাওয়ায় শীতের অনুভূতি অনেকটাই বেড়ে গেছে। জানুয়ারি মাসে এটা মাঝেমধ্যেই হয় এবং টানা তিন-চার দিন থাকে। এই অবস্থা আগামী সোমবার পর্যন্ত থাকতে পারে বলেও জানান তিনি।

তাপমাত্রা,নামলো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত