ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্ক‌রের আমন্ত্রণে আগামী ৭ ফেব্রুয়ারি নয়া দিল্লি সফরে যাচ্ছেন বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এ‌টি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ৭ ফেব্রুয়ারি আমি ভারত সফরে যাচ্ছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সেখানে যাব। সফরটা ৩ দিনের জন্য হতে পারে, সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে ৭ ফেব্রুয়ারি যাচ্ছি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি জানান, এখনও কোনো কিছু ঠিক হয়নি। দিল্লি সফরে আলোচনার বিষয়গুলোও এখনও রেডি হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার একটি ফ্লাইটে ঢাকা ছাড়ার প্রস্তুতি ছিল পররাষ্ট্রমন্ত্রীর। তবে আবহাওয়াজনিত কারণে শেষ পর্যন্ত উগান্ডায় যাওয়া হয়নি মন্ত্রীর। আজ রাতে উগান্ডায় উদ্দেশে ফের ঢাকা ছাড়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের।

সফর,পররাষ্ট্রমন্ত্রী,দিল্লি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত