ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গেমস খেলতে মগ্ন, ট্রেনে কাটা পড়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

গেমস খেলতে মগ্ন, ট্রেনে কাটা পড়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

জামালপুরের মেলান্দহ স্টেশনে রেললাইনে বসে মোবাইল ফোনে গেমস খেলার সময় কমিউটার ট্রেনে কাটা পড়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে দুরমুট রেলওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

রেললাইনে বসে গেমস খেলার সময় কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। মেলান্দহ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রুকনাই রেলক্রসিং এলাকায় রেললাইনে বসে তারা দুজনে কানে ইয়ারফোন লাগিয়ে মোবাইলে গেমস খেলছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি রেলক্রসিং অতিক্রমের সময় ঘটনাস্থলে তাদের উপর দিয়ে চলে গেলে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।

গেম,ট্রেন,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত