দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার ১০তম বাংলাদেশ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১২:৪০ | অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৮০টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ১০ম। দুর্নীতির ধারণা সূচক-২০২৩ এ (সিপিআই) দুই ধাপ নিচে নেমে এবার বাংলাদেশ ১০০ স্কোরের মধ্যে ২৪ পেয়ে ১০ম স্থানে আছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)।

টিআই বলেছে, ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৪, যা গতবারের চেয়ে ১ পয়েন্ট কম। গতবার বাংলাদেশের পয়েন্ট ছিল ২৫।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, করাপশন পারসেপশনস ইনডেক্স বা সিপিআই ২০২৩ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৪ যা গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই ধরনের স্কোরের হিসাবেই ২০২২ এর তুলনায় এ বছর বাংলাদেশের অবস্থান দুই ধাপ নিচে নেমে স্কোর প্রাপ্তির ঊর্ধ্বক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৪৯তম এবং নিম্নক্রম অনুসারে ১০ম।

এবার সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে আফ্রিকান রিপাবলিক, ইরান, লেবানন ও জিম্বাবুয়ে।

বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত সিপিআই প্রতিবেদন আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে সারা বিশ্বে প্রকাশ করা হয়েছে। আর বাংলাদেশে সংবাদ সম্মেলনে দুর্নীতির ধারণা সূচকের বিভিন্ন দিক তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।