দিল্লি সফরে মিয়ানমার ইস্যুতে আলোচনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৫ | অনলাইন সংস্করণ

মিয়ানমা‌র সীমান্তে চলম‌ান প‌রি‌স্থি‌তি নিয়ে নয়াদি‌ল্লি সফরে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

আজ (মঙ্গলবার) পররাষ্ট্রমন্ত্রীর তিন দিনের সফরে দি‌ল্লি যাচ্ছেন। সফরে মিয়ানমার প‌রি‌স্থি‌তি তোলা হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে গিয়ে আমার সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও নিরাপত্তা উপ‌দেষ্টার স‌ঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে। সেখানে আমরা সার্বিক বিষয়গুলো আলোচনা করব, যেহেতু মিয়ানমার ভারতেরও প্রতিবেশী রাষ্ট্র, আবার আমাদেরও প্রতিবেশী রাষ্ট্র। 

তিনি আরও বলেন, আমরা এরই মধ্যে সবসময়ই ভারতের সহযোগিতা চেয়ে এসেছি। মিয়ানমার থেকে যাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা বহু আগে থেকেই ভারতের সহায়তা চেয়েছি। সুতরাং এ বিষয়গুলো স্বাভাবিকভাবেই আলোচনায় আসবে।