ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পালিয়ে আসা বিজিপিসহ মিয়ানমারের ৩৩০ জনকে হস্তান্তর প্রক্রিয়া শুরু

পালিয়ে আসা বিজিপিসহ মিয়ানমারের ৩৩০ জনকে হস্তান্তর প্রক্রিয়া শুরু

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশে আশ্রয় নেয়া দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জন নাগরিককে পাঠানোর উদ্দেশ্যে ইনানী নৌ-বাহিনীর জেটিঘাটে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উখিয়ার ইনানী উপকূলের নৌবাহিনীর জেটিঘাট এলাকা দিয়ে মিয়ানমার বিজিপির এসব সদস্যকে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির তত্ত্বাবধানে সকাল ৮টার দিকে দুই দেশের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হবে। তারপর স্বাস্থ্যপত্র দিয়ে তাদের জাহাজে তোলা হবে। হস্তান্তর প্রক্রিয়া শেষে কোস্টগার্ড তাদের নিয়ে গভীর সমুদ্রের জাহাজের উদ্দেশ্যে রওনা হবেন।

ইতোমধ্যে আজ ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি ও পুলিশের কড়া পাহারায় ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে রাখা ১৫৭ জনকে কক্সবাজারের ইনানী জেটিঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।

হস্তান্তর,বিজিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত