ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রমজান মাসে অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা

রমজান মাসে অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা

আসন্ন রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে বলে মন্ত্রিসভার এক বৈঠকের মাধ্যমে জানানো হয়েছে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত এই ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়।

আজ বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সব ধরণের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসে অফিসের এ সময়সূচি প্রযোজ্য হবে।

উল্লেখ্য, চাঁদ দেখার উপর ভিত্তি করে এবছর ১২ বা ১৩ মার্চ রোজা শুরু হতে পারে।

রমজান,অফিস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত