ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

‘ওষুধের দাম কমানো বা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে’

‘ওষুধের দাম কমানো বা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে’

আলোচনার মাধ্যমে ওষুধের দাম কমানো বা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত ১৫তম ‘এশিয়া ফার্মা এক্সপো’-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সামন্ত লাল সেন বলেন, ওষুধের দাম কমানো বা বাড়ানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরে এ বিষয়ে জানানো হবে।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের উন্নতির জন্য আমি সবার সহযোগিতা চাই। আমি চাই স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করতে। তাই ওষুধের দাম যদি সহজলভ্য করা যায়, তাহলে আমরা সাধারণ রোগীদের জন্য ভালো কিছু করতে পারবো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের মেডিকেল ডিভাইস উৎপাদনের দিকে নজর দিতে হবে। মেডিকেল ডিভাইস আমাদের দেশে সেভাবে তৈরি হয় না। দেশের বাইরে থেকে আনতে হয়। এতে অনেক খরচ গুনতে হয়। এটি যদি দেশেই তৈরি করা যায়, তাহলে চিকিৎসা সহজলভ্য হবে। দেশি কোম্পানিগুলোকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে।

ওষুধ,দাম,সিদ্ধান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত