প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে

প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১৪:০৫ | অনলাইন সংস্করণ

উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচনে ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৮ মে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২১ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সারাদেশে সর্বমোট উপজেলা পরিষদ রয়েছে ৪৯৫টি। সাধারণত একাধিক ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও ধাপে ধাপে এই নির্বাচন করার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী আগামী ৮ মে প্রথম ধাপের ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। এছাড়া ১৫ এপ্রিল মনোনয়ন দাখিল, ১৭ এপ্রিল যাচাই-বাছাই এবং ২২ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৩ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

এবার চার ধাপে উপজেলা নির্বাচন হবে তা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। ইসির পক্ষ থেকে প্রথম ধাপের ভোট গ্রহণ হবে ৪ মে হবে বলে জানানো হয়েছিল। তবে সেই তারিখ পিছিয়ে ৮ মে তারিখ ঘোষণা করল ইসির।