অপহৃত নাবিকরা সবাই ভালো আছেন : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১৬:৩৬ | অনলাইন সংস্করণ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অপহৃত নাবিকরা সবাই ভালো আছেন। তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হচ্ছে না।

আজ শনিবার (৩০ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চিন্তার কোনো কারণ নেই। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ নাবিকই ভালো আছেন। তারা কেবিনে আছেন। তাদের খাবারেরও কোনো সমস্যা হচ্ছে না।

এদিকে, বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের ৩ সেনা সদস্যর কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ জানান, আগের বিজিপি (বর্ডার গার্ড পুলিশ) সদস্যসহ এই তিন সেনা সদস্যদের নৌপথে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য, গত মার্চ ১২ জলদস্যুদের কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। পণ্যবাহী জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লাবোঝাই জাহাজটির সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে পৌঁছানোর কথা ছিলো।