এক ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ১০:২০ | অনলাইন সংস্করণ

বৈদ্যুতিক ত্রুটির কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল।

রোববার (৩১ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে ঝড়-বৃষ্টির কারণে এ সমস্যার ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘন্টা পর পৌনে ৯টার দিকে আবারও তা স্বাভাবিক হয়।

সপ্তাহের প্রথম দিন হওয়ায় মেট্রো স্টেশনগুলোয় প্রচণ্ড ভিড় দেখা যায়। হঠাৎ এমন সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছে অপেক্ষমাণ যাত্রীরা। রেল চলাচল স্বাভাবিক হবার পর, অনেককেই ভিড় ঠেলে রেলে চড়তে দেখা গেছে।

রোববার ভোর ছয়টা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি শুরু হলে মেট্রোরেলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এতে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। সকাল পৌনে ৮টার দিকে সমস্যা সমাধানের পর আবারো চলাচল শুরু হয়।

প্রসঙ্গত, ঈদুল ফিতর উপলক্ষে নতুন সময়সূচী অনুযায়ী প্রতিদিন মেট্রোরেল উত্তরা উত্তর প্রান্ত থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসে। অন্যদিকে মতিঝিল প্রান্ত থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে।

এছাড়াও নতুন সময়সূচিতে, রাজধানীর মতিঝিল থেকে সবশেষ ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিটে ছাড়ে। অপরদিকে, উত্তরা উত্তর থেকে সবশেষ ট্রেনটি ছাড়ার সময় নির্ধারিত করা হয়েছে রাত ৯টা।