ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বগুড়ায় বহুতল মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বগুড়ায় বহুতল মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বগুড়া শহরের বহুতল বাণিজ্যিক বিপণীবিতান মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে শহরের সাতমাথার কাছে এম এ খান লেনে অবস্থিত ভবনটির ছয়তলায় এ আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেন বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক।

তিনি বলেন, দুপুর সোয়া ১টার দিকে মেরিনা নদী বাংলা কমপ্লেক্স নামে ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা ‍যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে অন্য কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে আগুনে নিয়ন্ত্রণে বগুড়ার ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্কলা বাহিনীর সদস্যরা একযোগে কাজ করছে।

বগুড়া,আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত