ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ঈদে ট্রেনে নাশকতার কোনো তথ্য নেই : র‌্যাব

ঈদে ট্রেনে নাশকতার কোনো তথ্য নেই : র‌্যাব

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, আসন্ন ঈদুল ফিতরে ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনে নাশকতা বা সহিংসতার কোনো তথ্য নেই। তারপরও যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে র‍্যাব।

সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খন্দকার আল মঈন বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে আমরা সমন্বয় করে কাজ করছি। কোনো ধরনের নাশকতা বা সহিংসতার তথ্য যদি থাকে বা আশঙ্কা থাকে তা যেন আমরা যথাসময়ে জানতে পারি সে বিষয়ে আমাদের মেকানিজমও কাজ করছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে এবং অন্য যারা কাজ করছে সবার সঙ্গে সমন্বয় করে বলছি, কোনো ধরনের নাশকতা বা সহিংসতার তথ্য আমাদের কাছে নেই।

তিনি আরও বলেন, যাত্রী নিরাপত্তায়, সাদা পোশাকের পাশাপাশি র‍্যাবের সাইবার টিম কাজ করছে। এছাড়াও গোয়েন্দা টিমের নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় র‍্যাব সর্বোচ্চ তৎপর রয়েছে। এসময় ঝুঁকি নিয়ে যাতায়াত না করার আহ্বানও জানান তিনি।

ট্রেন,নাশকতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত