ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

রাজশাহীর পোবা উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে তিন কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামপুর বালুর ঘাটে এ ঘটনা ঘটে।

মৃত কিশোর হলো রাজশাহী মহিতার থানার মো. নেরুনের ছেলে মো. যুবরাজ। মাতিহার এলাকার নুর ইসলামের ছেলে মো. নুরুজ্জামান এবং একই এলাকার মো. লিটনের ছেলে মো.আরিফ। নিহত তিনজনই মাদ্রাসার শিক্ষার্থী।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল তিনটার কিছু সময় আগে উপজেলার শ্যামপুর বালুর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, মঙ্গলবার দুপুরে ওই তিন কিশোর একসঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় তারা স্রোতের তোড়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি ইউনিট গিয়ে পদ্মা নদীতে তাদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করে। পরে বিকেল পৌনে ৩টার দিকে ঘটনাস্থলের পাশ থেকেই তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

এদিকে খবর পেয়ে পদ্মাপাড়ে ভিড় করেন নিখোঁজ কিশোরদের স্বজনরা। এসময় কান্নায় ভেঙে পড়েন তারা।

পদ্মা,গোসল,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত