ঢাকা আহছানিয়া মিশনের ব্যবস্থাপনায় ৮০ পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদান

প্রকাশ : ০৪ মে ২০২৪, ১৮:১৬ | অনলাইন সংস্করণ

সম্প্রতি চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের টেকপাড়া ও এয়াকুব নগর বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮০টি পরিবারের মাঝে স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর অর্থায়নে এবং ঢাকা আহছানিয়া মিশনের ব্যবস্থাপনায় নগদ অর্থ, মর্যাদাপূর্ণ ও স্বাস্থ্যবিধিসম্মত সামগ্রী বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্টার্ট ফান্ড বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সফিউল আলম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগির, কারিতাস বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার দানিয়েল সিফু, ঢাকা আহছানিয়া মিশন চট্টগ্রাম শাখার প্রতিনিধি গোলাম ওয়ারেছ মোক্তা, ঢাকা আহছানিয়া মিশনের সিসি এন্ড ডিআরআর বিভাগের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা আহছানিয়া মিশনের ‘লাইফ সেভিং সাপোর্ট টু ফায়ার ভিকটিম ইন টেকপাড়া ফিরিংঙ্গীবাজার আন্ডার ৩৩ নং ওয়ার্ড কোতয়ালী চট্টগ্রাম’ প্রকল্পের ব্যাবস্থাপক মো. মহসিন ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৮০টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে নগদ অর্থ ৬০০০ টাকা,  ঢাকনাসহ প্লাস্টিকের বালতি (২০ লিটার) ১টি, গোছলের সাবান (১৫০ গ্রাম) ৪টি,ডিটারজেন্ট পাউডার (৫০০ গ্রাম) ৪ প্যাকেট, সাবান কেস (মিডিয়াম) ১টি, স্যানিটারি ন্যাপকিন (১০ পিস) ১ প্যাকেট, টুথব্রাশ ৪টি,  টুথপেস্ট (২০০ গ্রাম) ১টি, নেইল কাটার ১টি, গামছা (টাওয়াল) ১টি, রিচার্জেবল ল্যাম্প (সোলার) ১টি  এবং ১টি করে মশারি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে যখনই কোনো দুর্যোগ হয়, তখনই ঢাকা আহছানিয়া মিশন মানবিক সহায়তা নিয়ে দূর্গত মানুষের পাশে দাঁড়ায়।