ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গাজীপুরে মধ্যরাতে পুড়লো শতাধিক বসতঘর ও দোকান

গাজীপুরে মধ্যরাতে পুড়লো শতাধিক বসতঘর ও দোকান

গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি কলোনির শতাধিক বসতঘর, দোকান ও মালামাল ভস্মীভূত হয়েছে।

বুধবার (১৫ মে) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় শ্রমিক কলোনিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভোগড়া গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশনের ৩টি ও কোনাবাড়ী মর্ডাণ ফায়ার স্টেশন ২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কাঁচা পাকা টিনশেডের তিনটি কলোনির অর্ধশতাধিক ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

গাজীপুর,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত