রাজশাহীতে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০

প্রকাশ : ২১ মে ২০২৪, ১৪:১৪ | অনলাইন সংস্করণ

রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) সকালে গোপালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী আব্দুল মজিদ সরদার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের সমর্থদের মাঝে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে এ সংঘর্ষের ঘটরা ঘটে।

আহতরা হলেন- ঘোড়া প্রতীকের প্রার্থীর সমর্থক গোপালপুর গ্রামের মো. আমজাদ হোসেন (৪৬), মো. আছের প্রামানিক (৪০), মো. শহিদুল ইসলাম (৩৬), মো. মিঠুন আলী (২৬) এবং মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা হলেন সান্টু (২৫), নান্টু (৩৫), রাজ্জাক (৫০), আব্দুল হাকিম। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মুস্তাফিজুর রহমান বলেন, কেন্দ্রের বাইরে প্রার্থীদের কিছু সমর্থকের মাঝে সংঘর্ষ হলে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্গাপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক জানান, ভোটকেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভোটগ্রহণ চলছে।