ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীতে সকালে নামলো স্বস্তির বৃষ্টি

রাজধানীতে সকালে নামলো স্বস্তির বৃষ্টি

রাজধানীতে গত কয়েকদিন ধরে চলা ভ্যাপসা গরমে জনজীবন অস্বস্তিকর হয়ে উঠেছিলো। এ অবস্থায় তিনদিন পর আজ সকালে মাঝারি বৃ্ষ্টিপাত হয়েছে। এতে গরমে যেমন স্বস্তি মিলেছে তেমনি ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি হয়েছে।

সোমবার (১০ জুন) সকাল ছয়টার পর অন্ধকার হয়ে যায় ঢাকার আকাশ। ৭টার দিকে নামে ঝুম বৃষ্টি। বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল বৃষ্টি। এতে কোথাও কোথাও পানিও জমে যায়। তবে বৃষ্টির কারণে অফিসগামী নগরবাসীকে পড়তে হয় ভোগান্তিতে।

সরেজমিনে দেখা গেছে, গরম কমলেও বৃষ্টির কারণে সকালে অফিসসহ অন্যান্য গন্তব্যে যাওয়া যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। কেউবা ছাতা আবার রেনকোট পরে বের হয়েছেন।

রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। তবে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকায় গরমে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। এখন সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি। অন্যান্য অঞ্চলেও হালকা বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

বৃষ্টি,ঢাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত