সিলেটে পাহাড়ধস: নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১০ জুন ২০২৪, ১১:২৪ | অনলাইন সংস্করণ

ভারী বৃষ্টিতে সিলেট নগরীতে টিলা ধসে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজন মাটিচাপা পড়ে নিখোঁজ হন। ঘটনার সাড়ে ছয় ঘণ্টা পর সেই তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ জুন) সকাল ৬টায় সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডে ইসলামপুরের চামেলিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫) ও ছেলে নাফজি তানিম (২)।

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সেনবাহিনী কাজ করেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসের ঘটনা ঘটে। এখানে দুটি পরিবারের সাতজন মানুষ মাটিচাপা পড়ে। তাদের মধ্যে চারজনকে জীবিত ও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, সিলেটে চলছে টানা বৃষ্টিপাত। রোববার রাতেও ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের দিন তিন ঘণ্টায় হয়েছে ২২১ মিলিমিটার বৃষ্টি। অব্যাহত ভারী বৃষ্টি ও পাহাড়ধসের কারণে চামেলিভাগ এলাকায় টিলা ধসে একই পরিবারের ছয়জন মাটিচাপা পড়েন। তাদের মধ্যে একভাই, তার স্ত্রী এবং মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয় জনতার চেষ্টায় অপর ভাই ও তার স্ত্রী-সন্তানকে উদ্ধার করা হয়েছে।