ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

প্রথম দিনেই ট্রেনে ঈদযাত্রায় বিলম্ব, ভোগান্তিতে যাত্রীরা

প্রথম দিনেই ট্রেনে ঈদযাত্রায় বিলম্ব, ভোগান্তিতে যাত্রীরা

অগ্রিম টিকিটে ট্রেনে ঈদযাত্রা শুরু হলো আজ থেকে। তবে প্রথম দিনেই ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ট্রেনের জন্য অপেক্ষা। সকাল সাড়ে ছয়টা থেকে এ যাত্রা শুরুর কথা থাকলেও গন্তব্যের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ে সাড়ে আটটায়। ফলে ভোগান্তিতে পড়েছে নারীর টানে বাড়ি ফেরা হাজার হাজার যাত্রী।

আজ বুধবার (১২ জুন) সকাল সাড়ে আটটা কমলাপুর রেলস্টেশনে মানুষের উপচে পড়া ভিড়। মূলত ঈদ যাত্রার প্রথম দিনে ট্রেনের শিডিউল বিপর্যয়ে এমন ভিড় জমেছে স্টেশনে।

বুধবার (১২ জুন) সকালে ঢাকার কমলাপুর স্টেশন থেকে সিলেটগামী পারাবাত এক্সপ্রেসের ছাড়ার কথা ছিল ভোর ৬টা ৩০ মিনিটে। সেই ট্রেন ২ ঘণ্টা বিলম্বে ছেড়েছে সকাল ৮টা ৩৩ মিনিটে। সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা কিশোরগঞ্জের এগারো সিন্ধু প্রভাতীর। ট্রেনটি ৯টা ২৫ মিনিটে স্টেশন ছাড়ে। এছাড়া ৮টা ১৫ মিনিটের মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস স্টেশন ছেড়েছে বেলা ১১টার কিছু পর।

এছাড়া সকাল থেকে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাওয়া ১৫টি ট্রেনের সবকটি বিলম্বে ছেড়েছে।

তবে কমলাপুরের স্টেশন মাস্টার মাসুদ সারওয়ার জানান, অধিকাংশ ট্রেন সময় অনুযায়ী ছেড়েছে। ঈদের এ সময়টায় একঘণ্টা বা তারও বেশি দেরি স্বাভাবিক হিসেবেই দেখতে হবে। তবে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে যেন ট্রেন সময়মতো ছেড়ে যায় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঈদযাত্রা,বিলম্ব,ভোগান্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত