ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ঈদের দিনে ভোগান্তি বাড়াতে পারে বৃষ্টি

ঈদের দিনে ভোগান্তি বাড়াতে পারে বৃষ্টি

আগামীকাল থেকে শুরু হচ্ছে আষাঢ় মাস অর্থাৎ বর্ষাকাল। আর বর্ষাকাল মানেই বৃষ্টি। এই বর্ষাতেই এবার পড়েছে পবিত্র ঈদুল আজহা। আগামী সোমবার (১৭ জুন) ঈদের দিনও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (১৪ জুন) আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে বিভাগে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের কয়েকটি জেলায় সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, ঢাকা বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা সামান্য পরিমাণে হতে পারে।

অন্যদিকে, রাজশাহী খুলনা ও বরিশালে খুবই সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।তবে ঈদের পর থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানানো হয়েছে।

ঈদ,বৃষ্টি,ভোগান্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত