ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৪

বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৪

বগুড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও সাতজন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৯ জুলাই) ভোর রাত চারটার দিকে বগুড়া শহরের বনানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সোমবার (৮ জুলাই) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাল উদ্দিন নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ওসি আব্বাস আলী বলেন, ‘ভোররাতে বনানীর লিচুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। এখনও আহত ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনলে তাদেরকে মর্গে রাখা হয়েছে। বাকি আহত ৯ জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।

আবা/এসআর/২৪

বগুড়া,সংঘর্ষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত