ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির দীঘিনালায় জুনেল চাকমা (৩১) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) ভোরে উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কার্বারিপাড়ায় একটি বাড়িতে তাকে হত্যা করা হয়।

নিহত জুনেল চাকমা দীঘিনালা সদরের আমতলী গ্রামের তপ্ত কাঞ্চন চাকমার ছেলে। জুনেল চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক ছিলেন। হত্যাকাণ্ডের সময় জুনেল চাকমা কাঙারীমা ছড়ায় মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন।

এ বিষয়ে ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা জানান, সাংগঠনিক কাজ শেষে সকালে জুনেল চাকমা কাঙারীমা ছড়ায় মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় জেএসএসের ৭-৮ জন স্বশস্ত্র সন্ত্রাসী অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, হত্যার খবর শুনে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার করে আনার পর বিস্তারিত বলা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

আবা/এসআর/২৪

খাগড়াছড়ি,গুলি,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত