ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

হাইকোর্টের সামনে ৯ দফা দাবি নিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা

হাইকোর্টের সামনে ৯ দফা দাবি নিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা

কোটা সংস্কার ও পরবর্তী সহিংসতায় ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য হাইকোর্টের সামনে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় হাইকোর্টের প্রধান গেট এবং আন্দোলনকারীদের ঘিরে রাখতে দেখা যায় পুলিশ ও বিজিবিকে।

বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে হাইকোর্টের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রসহ সচেতন নাগরিক সমাজ ৯ দফা দাবি বাস্তবায়নে স্লোগান দেন।

এ সময় আন্দোলনকারীরা, বিজিবি বর্ডারে ফিরে যাও, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না স্লোগান দেয়।

আন্দোলনকারীরা জানায়, হামলা ও মামলার মাধ্যমে এই আন্দোলন বন্ধ করা যাবে না। সরকার যত চাপ প্রয়োগ করবে আন্দোলন ততো শক্ত হবে। তারা অনতিবিলম্বে আটক সমন্বয়কসহ সকল শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি ও ছাত্র হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

আবা/এসআর/২৪

হাইকোর্ট,দাবি,আন্দোলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত