রংপুরে সংঘর্ষের ঘটনায় নিহত ২

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১৫:২১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় সাংবাদিকসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (৪ আগস্ট) দুপুরের দিকে নগরীর সিটি করপোরেশনের সামনে, সুপার মার্কেট, জাহাজ কোম্পানি ও পায়রা চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজন স্বেচ্ছাসেবক লীগের কর্মী খরশু মিয়া। অপরজনের নাম এখনো জানা যায়নি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্দার রুমের দায়িত্বে থাকা মিজানুর রহমান জানান, দুপুরে দুজনের মরদেহ নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সরকার পতনের এক দফা দাবি আদায়ে সকাল থেকে নগরীর টাউন হলের সামনে সমবেত হতে থাকে ছাত্র-জনতা। আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান নেয় সরকারবিরোধী সংগঠনগুলো। তাদের মিছিল স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো রংপুর মহানগর। এ সময় আন্দোলনকারীরা প্রধান সড়ক অবরোধ করে সেখানে বিক্ষোভ করেন। একপর্যায়ে সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

আবা/এসআর/২৪