দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে নিহত ৩৫

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১৫:৫৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে বিভিন্ন জেলায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আন্দোলনকারী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মী রয়েছেন। 

এর মধ্যে রংপুরে ৫ জন, ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, পাবনায় ৩ জন, বগুড়ায় ৩ জন, কিশোরগঞ্জে ৩ জন, ভোলায় ৩ জন, মুন্সীগঞ্জে ২ জন, মাগুরায় ২ জন, সিলেটে ২ জন, ঢাকায় একজন, বরিশালে একজন ও কুমিল্লায় একজন মারা গেছেন।

রোববার (৪ আগস্ট) সকাল থেকেই অসহযোগ আন্দোলনের পক্ষে রাস্তায় নামে ছাত্র জনতা। এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরাও মাঠে নামেন। এতে বিভিন্ন স্থানে সংঘাতের সৃষ্টি হয়। আন্দোলনকারীদের দমাতে কোথাও কোথাও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হয় পুলিশও। 

এছাড়া, কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। উত্তরা, প্রগতি সরণি, শাহবাগেও অন্দোলনকারীরা অবস্থান করেছেন।

 

আবা/এসআর/২৪