ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শহীদ মিনারে আন্দোলনকারীরা

টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শহীদ মিনারে আন্দোলনকারীরা

সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচী সফল করতে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হওয়ার চেষ্টা করলে জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দিতে গুলি, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।

এ ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

সোমবার (৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার বেশ কয়েকজন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ রাবার বুলেট, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে শাহবাগ থানা থেকে ৬-৭টি সাঁজোয়া যানসহ একদল পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর দিয়ে শহীদ মিনারের দিকে যায়। এ সময় শহীদ মিনারে জড়ো হওয়া লোকজনকে সেখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ না দিয়েই গুলি চালানো হয়।

এ ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলতে চাইলে তারা কেউ কথা বলতে রাজি হননি।

আবা/এসআর/২৪

টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেড,ছত্রভঙ্গ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত