ঢাকা ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

হাসপাতালে চোরের মতো বিল করলে ছাত্রদের ‘সরাসরি ডিল’ : সারজিস

হাসপাতালে চোরের মতো বিল করলে ছাত্রদের ‘সরাসরি ডিল’ : সারজিস

কোনো প্রাইভেট হসপিটালে চোরের মতো বিল করলে ছাত্ররা ‘সরাসরি ডিল’ করবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষ ও সংঘাতে আহত ব্যক্তিদের সরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থাসহ চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে; এমন বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই তিনি এই মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টি সারজিস লিখেন, আন্দোলনকারীদের জন্য সরকার থেকে প্রাইভেট হসপিটালগুলোতে বিল মওকুফের অথবা ন্যূনতম শুধু মেডিসিন বিল নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও লিখেন, কোনো প্রাইভেট হসপিটাল পূর্বের মতো চোরের ন্যায় বিল করলে বা অপ্রত্যাশিত আচরণ করলে ইন্সট্যান্ট জানাবেন ৷ আমরা সরাসরি ডিল করবো। শিক্ষার্থীরা একসঙ্গে আছে।

শুধুমাত্র মেডিক্যাল ইমারজেন্সিতে আহতদের বিল নিয়ে সমস্যা হলে যোগাযোগ করার জন্য 01731814449 (মাহিন) সমন্বয়ক, 01865352083 (অদিতি) সমন্বয়কের নাম্বারে কল করতে বলা হয়েছে।

আবা/এসআর/২৪

হাসপাতাল,বিল,ডিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত