ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘আন্দোলনকারীদের সঙ্গে আনসার বাহিনীর সম্পর্ক নেই’

‘আন্দোলনকারীদের সঙ্গে আনসার বাহিনীর সম্পর্ক নেই’

সচিবালয়ে বিশৃঙ্খল আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

রোববার (২৫ আগস্ট) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান আনসারের ডিজি।

আনসারের ডিজি বলেন, বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার, যাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাই।

এর আগে চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে রোববার দুপুর ১২টার পর থেকে সচিবালয়ে সামনে বিক্ষোভ করেন আনসার সদস্যরা। ওই সময় তারা সচিবালয়ের সবগুলো গেট অবরুদ্ধ করে রাখেন।

একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে অবরুদ্ধের বিষয়টি জানিয়ে পোস্ট দিলে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় অভিমুখে রওনা হন।

পরে রাত ৯টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহও রয়েছেন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

আবা/এসআর/২৪

আন্দোলনকারী,আনসার বাহিনী,সম্পর্ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত