ঢাকা ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ও দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ও দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজট আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন চালক ও যাত্রীরা।

হাইওয়ে পুলিশ জানায়, বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।

সর্বশেষ সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মহাসড়কের গজারিয়া এবং দাউদকান্দি অংশ মিলিয়ে প্রায় ২৬ কিলোমিটার অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রিয়াদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশের শহীদ নগর এলাকায় কাভার্ডভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয় যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। এতে ভোগান্তি হচ্ছে মানুষের, তবে দ্রুত যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

কুমিল্লামুখী একটি পরিবহনের বাসচালক বলেন, প্রায় এক ঘণ্টা ধরে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করছি। বাস একটুও সামনে এগোচ্ছে না।

আবা/এসআর/২৪

ঢাকা-চট্টগ্রাম,যানজট,দুর্ভোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত