ঢাকা ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে উন্নয়ন সংস্থা পপির ত্রাণ সামগ্রী বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারকে উন্নয়ন সংস্থা পপির ত্রাণ সামগ্রী বিতরণ

সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্বিতীয় দফা ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পপি। এ ধাপে ১৩ হাজার ৮৮০টি পরিবারকে চাল, ডাল, আলু, তেল, লবণ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ত্রাণ সহায়তা করেছে সংস্থাটি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বুড়িচং থেকে শুরু হয়েছে ত্রাণ বিতরণ। অপেক্ষাকৃত অধিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের মাঝে ত্রাণ বিতরণে উদ্যোগ গ্রহণ করা হয়।

ত্রাণ কার্যক্রমের সার্বিক পরিচালনা করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকার। মাঠ পর্যায়ে এ বাস্তবায়নে মুখ্য ভূমিকা রাখেন প্রতিষ্ঠানটির মাইক্রোফিন্যান্স পরিচালক মশিহুর রহমান।

উল্লেখ্য, আকস্মিক বন্যার পানিতে বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট, দোকানপাট, আবাদি জমিসহ তলিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি জেলার বিস্তৃর্ণ অঞ্চল। গৃহহীন ও কর্মহীন হয়ে পড়ে অসংখ্য মানুষ। শিশু-কিশোর বৃদ্ধসহ বন্যা আক্রান্ত হয়ে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়ে হাজার হাজার মানুষ।

বন্যা,ত্রাণ,পপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত