বায়তুল মোকাররমের খতিবকে অপসারণ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫০ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জুমার নামাজের সময় দুই পক্ষের মারামারির ঘটনার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মুফতি মাওলানা রুহুল আমিনকে অপসারণ করেছে সরকার।

রোববার (২২ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞ‌প্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, ‘বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।’

রুহুল আমিন পলাতক অবস্থা থেকে গত শুক্রবার হঠাৎ বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়াতে গেলে মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়া না পড়া নিয়ে দুই পক্ষের মুসল্লিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের দায়িত্বপ্রাপ্ত খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এ সময় মাওলানা মুফতি রুহুল আমীন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে খতিবের মাইক্রোফোনে হাত দেন। তখন খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে আহত অন্তত ছয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে হঠাৎ আগের খতিব মুফতি রুহুল আমীন মসজিদে উপস্থিত হয়ে জুমার বয়ান করতে গেলে মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আবা/এসআর/২৪