ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে এবার গুমের অভিযোগ

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে এবার গুমের অভিযোগ

এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ডিবি অফিসে ১০ দিন ধরে নির্যাতন করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী ঐ ব্যক্তি।

একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে।

এদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাবউল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা। এখানে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৭৮ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বেশ কিছু মামলা দায়ের করা হয়েছে। তবে এই প্রথমবারের মতো সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের মামলা দায়ের করা হলো।

আবা/এসআর/২৪

ট্রাইব্যুনাল,গুম,শেখ হাসিনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত