ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নিউইয়র্কে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক: সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি

নিউইয়র্কে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক: সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে দুপক্ষ।

বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন তৌ‌হিদ-জয়শঙ্কর।

মঙ্গলবার (২৪‌ সে‌প্টেম্বর) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু, সীমান্ত হত্যা, পানি ব্যবস্থাপনা, ইলিশ রপ্তানি, বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা না দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য-মিথ্যার মিশ্রণে নানা তর্ক-বিতর্ক চলছে।

নিউইয়র্ক,সম্পর্ক,বৈঠক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত