ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আশুলিয়ায় আজও বন্ধ ৫৫ শিল্প কারখানা

আশুলিয়ায় আজও বন্ধ ৫৫ শিল্প কারখানা

বকেয়া বেতন ও বিভিন্ন দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ফের বাড়তে শুরু করেছে। কয়েক দিনের শ্রমিক বিক্ষোভ শেষে স্বস্তি ফিরলেও ফের অশান্ত হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল। শ্রমিক অসন্তোষের জেরে আজও অন্তত ৫৫টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, নবীনগর-আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর, নিশ্চিতপুর, ঘোষবাগ এবং জিরাবো এলাকায় ৫৫টি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে। এদের মধ্যে ৪৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া ৯টি পোশাক কারখানায় সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও বিক্ষোভের কারণে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। তবে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে এলে ১৩ (১) ধারায় বন্ধের নোটিশ গেটে দেখতে পেয়ে বাসায় ফিরে যান। পোশাক শিল্পখাতে উদ্ভুত পরিস্থিতির কারণে কারখানা বন্ধ রেখেছেন বলে দাবি করেছেন মালিকপক্ষ।

এ বিষয়ে শ্রমিকরা বলেন, কয়েক মাসের বকেয়া বেতন, ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি, টিফিন ফি বাড়ানো, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারেরসহ কয়েক দফা দাবি করা হয়েছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দাবিগুলোর বিষয়ে আন্তরিক নয়। মালিকপক্ষ শ্রমিকদের দাবি ও কথাগুলো শুনে সমাধান করছে না।

তবে নিরাপত্তা জোরদারে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, পরিস্থিতি উন্নতি হওয়ায় কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরা কাজ করতে আগ্রহী। কারখানা বন্ধ না রেখে চালু রাখলেই সমস্যা সমাধান হবে।

এর আগে, গতকাল সোমবার বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি তৈরি পোশাক কারাখানার শ্রমিকরা। বিক্ষোভ হয়েছে গাজীপুরেও।

আবা/এসআর/২৪

আশুলিয়া,কারখানা,বন্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত