চলমান আন্দোলন নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির নতুন পদক্ষেপ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯ | অনলাইন সংস্করণ

পল্লী বিদ্যুৎ সমিতির চলমান আন্দোলনের বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অবস্থান অবহিতকরণ সংক্রান্ত এক মতবিনিময় সভার আলোকে কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করেছে বাপবিবো।

এর আগে গত ৫ জুলাই-২০২৪ বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মহোদয়ের সভাপতিত্বে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। গৃহীত ব্যবস্থাদি নিম্নরূপঃ 

ক) বাপবিবো এবং পবিসের জন্য অভিন্ন সার্ভিস কোড ও একীভূত করার দাবীসহ অন্যান্য সমস্যাসমূহের যৌক্তিক সমাধানকল্পে সুপারিশ প্রণয়নের জন্য বিদ্যুৎ বিভাগ এর স্মারক নং-১৫৪; তারিখঃ ০১/০৮/২০২৪ খ্রি. মোতাবেক একটি কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে কমিটির ৩টি সভা অনুষ্ঠিত হয়েছে;
খ) সাংগঠনিক কাঠামো/সেট-আপের নিয়মিত শূণ্য পদের বিপরীতে ইতোমধ্যে লাইন ক্রু (চুক্তিভিত্তিক) পদে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মচারীদের চাকুরীতে নিয়মিত করা হয়েছে;
গ) সাপ্তাহিক ছুটি ০২ দিন করাসহ বিশেষ প্রণোদনা ৫% নির্ধারিত তারিখ হতে কার্যকর করা হয়েছে; 
ঘ) পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ বিল সুবিধা প্রদানের প্রস্তাব বিদ্যুৎ বিভাগে প্রেরণ করা হয়েছে। এছাড়া কোন কর্মকর্তা-কর্মচারী মারা গেলে তার দাফন/অন্তোষ্টিক্রিয়ার ব্যয়সহ পরিবারের সদস্যদেরকে আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে; 
ঙ) বাপবিবো এবং পবিসের আন্তঃসম্পর্ক উন্নয়নে প্রতি মাসে মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে।

এমতাবস্থায়, বাংলাদেশের ১৪ কোটি মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে দেশের অর্থনীতিকে সচল রাখার লক্ষ্যে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার ক্ষেত্রে পূর্বের ন্যায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা/কর্মচারীদের সততা, আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতামূলক সুন্দর কর্মপরিবেশ রক্ষার মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে সফলতার সাথে এগিয়ে নেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। 

উল্লেখ্য, ১৯৭৭ সালে অধ্যাদেশ জারীর মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবোর্ড) গঠিত হয় এবং এর আওতায় ১৯৭৮ সালে পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) গঠনপূর্বক বিদ্যুৎ বিতরণ কার্যক্রম শুরু হয়। বাপবিবোর্ড এবং পবিস-এর কর্মকর্তা/কর্মচারীদের আন্তরিকতা, একনিষ্ঠতা এবং পারস্পরিক সহযোগীতামূলক সুন্দর কর্মপরিবেশে দীর্ঘ ৪৬ বছরে সফলতার সাথে সারা দেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি গঠনের মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড গ্রাহকগণকে বিদ্যুৎ সেবা প্রদান করে আসছে। বর্তমানে পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লক্ষ, যা দেশের মোট গ্রাহকের প্রায় ৮০ শতাংশ।

 

আবা/এসআর/২৪