সুনামগঞ্জে বসতঘরে আগুন, একই পরিবারের ৬ জন নিহত

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১০:২২ | অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল নামক সরকারি আশ্রয়কেন্দ্রে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন ও ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

নিহতরা হলেন, পরিবারের প্রধান এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার ও তাদের চার সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক।

ধর্মপাশা থানার ওসি এনামুল হক আগুনে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জয়শ্রী ইউনিয়নের একটি আশ্রয় প্রকল্পের ঘরে ভোররাতে আগুন লাগে। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও ছয়জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

 

আবা/এসআর/২৪