ঢাকা ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বরুদ্দোজ্জা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

শনিবার (৫ অক্টোবর ) মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সাবেক এই রাষ্ট্রপতি ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

বি চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ২ মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রখ্যাত চিকিৎসক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির সঙ্গে জড়িত ছিলেন। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তাকে রাষ্ট্রপতি করে। তবে রাজনৈতিক কারণে প্রায় সাত মাস পর তাকে ইস্তফা দিতে হয়। পরে তিনি বিকল্প ধারা বাংলাদেশ নামে দল গঠন করেন।

রাষ্ট্রপতি,বরুদ্দোজ্জা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত